TERMS AND CONDITIONS

Share This Post

টার্মস এন্ড কন্ডিশন

ইফেক্টিভ ডেট মে ১, ২০১৬

GearLaunch.com (“ওয়েবসাইট”) এ আপনাকে স্বাগতম। গিয়ারলঞ্চ, ইনক। (“কোম্পানি”) কাস্টমাইজড করে  হোয়াইট লেবেল যুক্ত ওয়েবসাইট এবং এন্ড টু এন্ড ই কমার্স সলিউশন (“সার্ভিস”) । নিম্নলিখিত সার্ভিস এর টামর্স গুলো অনুযায়ী  (“টার্মস”) আপনার ওয়েবসাইট এবং গিয়ারলঞ্চের সার্ভিস গুলির ব্যবহার পরিচালনা করা হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি টার্মস গুলো মেনে ওয়েবসাইট এবং সার্ভিস ব্যবহার করতে পারবেন।

গিয়ারলঞ্চ এর ইন্টেলেক্চুয়াল প্রপার্টি রাইটস

লোগো , পছন্দময়  কালার , প্যাটার্ন, ডিজাইনের নিদর্শন এবং ডিজাইন ট্রেডমার্ক সহ ওয়েবসাইটের মাধ্যমে উপলব্ধ ট্রেডমার্ক এবং অন্যান্য ট্রেডমার্কের ওনার (বা লাইসেন্সধারী) হলো গিয়ারলঞ্চ। আপনি বুঝতে সক্ষম হবেন এবং  সম্মত হবেন যে গিয়ারলঞ্চ ওয়েবসাইট এবং সার্ভিস এর সমস্ত অধিকার, টাইটেল এবং ইন্টারেস্ট নিয়ন্ত্রণ করে  গিয়ারলঞ্চ ওনার  (এবং এর  লাইসেন্সধারী )। আপনি গিয়ার লঞ্চের প্রকাশিত লিখিত সম্মতি ছাড়া গিয়ার লঞ্চ বিজনেজ নাম, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগো, ব্র্যান্ডিং বৈশিষ্ট্য বা ডোমেইন নাম ব্যবহার করতে সম্মত হবেন না।

আপনার গিয়ারলঞ্চ সার্ভিস ব্যবহার এর উপর কিছু রেস্ট্রিকশন

বেআইনী, আশঙ্কাযুক্ত, জটিল, অবমাননাকর, হয়রানি, মানহানি, অশ্লীল, মিথ্যাবাদী, ঘৃণ্য, বা আপত্তিকর, যে কোনও নকল বা লঙ্ঘনকারী, ট্রেড মার্ক, ট্রেড সিক্রেট, কপিরাইট বা অন্ কোনও থার্ড পার্টি প্রোপ্রাইটারী রাইট ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে আপনি গিয়ারলঞ্চের সার্ভিসগুলো ব্যবহার করতে সম্মত হবেন না।  এই টার্মস বা অন্য কোনও বিধান লঙ্ঘনের ফলে আপনার গিয়ারলঞ্চ অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ হতে পারে।  

আপনাকে আরও সম্মত হতে হবে গিয়ারলঞ্চের প্রকাশিত লিখিত অনুমতি ছাড়াই ওয়েবসাইট বা সার্ভিস এর রিপ্রোডিউস, ডুপ্লিকেট, সেল  বা পুনরায় সেল অথবা সার্ভিস এর যেকোনো অংশে অ্যাক্সেস করবেন না। ক্যালিফোর্নিয়া আইন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন সহ আপনি যেখানে থাকবেন সেখানকার আইন, আপনার কাস্টমার বা এন্ড ইউজার এর জন্য প্রযোজ্য আইনগুলি, আপনি সার্ভিস টি ব্যবহারের সময়  সীমাবদ্ধতা ছাড়াই মেনে চলবেন।

লাইসেন্স গ্র্যান্ট 

আপনি যখন গিয়ারলঞ্চ সার্ভিস এর টার্মস এন্ড কন্ডিশন এর অধীনে এই ওয়েবসাইট এ পোস্ট করেন তখন আপনি গিয়ারলঞ্চ কে বিশ্বব্যাপী, চিরস্থায়ী, অপরিবর্তনীয়, রয়্যালটি-মুক্ত এবং যেকোন কন্টেন্ট (“কন্টেন্ট”) রিপ্রোডিউস, মোডিফাই  ও  ডিস্ট্রিবিউট  করার অনুমতি প্রদান করে থাকেন বা সার্ভিসগুলো মাধ্যমে একমাত্র আমাদেরকে সার্ভিস পারফর্ম করতে সক্ষম করে তুলেন।

থার্ড পার্টি ওয়েবসাইট গুলোর  লিঙ্ক

ওয়েবসাইট এবং সার্ভিস গুলি থার্ড পার্টি ওয়েবসাইটগুলির লিঙ্ক এর সাথে ইনক্লুড থাকতে পারে। আপনি সম্মত হন যে থার্ড পার্টি ওয়েবসাইট গুলো ব্যবহারের ফলে বা কোনও থার্ড পার্টি ওয়েবসাইটগুলির অবৈধ বা আপত্তিকর কন্টেন্ট এর জন্য আপনি যে ক্ষতির সম্মুখীন হতে পারেন তার জন্য গিয়ারলঞ্চ দায়বদ্ধ থাকবে না ।

প্রাইভেসি পলিসি

এই টার্ম অফ সার্ভিসগুলো একটি কপি এখানে আছে, তার সাথে একমত হয়ে আপনি কনফার্ম হবেন  যে আপনি আমাদের প্রাইভেসি পলিসি পড়েছেন এবং তাতে সম্মতি জানাচ্ছেন।

আপনার বয়স

কন্ফার্ম করবেন যে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর। যদি আপনার বয়স ১৮ বছরের কম হয় তবে অনুরোধ করে আপনার ১৮ বছর হওয়া পর্যন্ত এই ওয়েবসাইট বা সার্ভিসগুলি ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

পাসওয়ার্ড সিকিউরিটি

আপনি আপনার পাসওয়ার্ড সিকিউর রাখার জন্য দায়ী থাকবেন। আপনি অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এর সিকিউরিটি মেইনটেনেন্স এ  ব্যর্থ হলে আপনার কোনো লস বা ড্যামেজ এর জন্য গিয়ারলঞ্চ আপনার কাছে  দায়বদ্ধ থাকবে না।

বিতর্ক

এই টার্মস গুলো, ওয়েবসাইট বা সার্ভিসগুলির সাথে সংযুক্ত এবং আপনার ও  গিয়ারলঞ্চের মধ্যে যে কোনও দাবি বা বিবাদ আমেরিকান আরবিট্রেশন অ্যাসোসিয়েশন (“এএএ”) অনুসারে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে পরিচালিত ফাইনাল এবং বাধ্যতামূলক সালিসি দ্বারা সমাধান করা হবে এবং  একজন বিচারকে এএএ বিধি অনুসারে নিয়োগ করা হবে যিনি ক্যালিফোর্নিয়া আইন প্রয়োগ করবে। এই বিচারক ধারাটি যদি অবৈধ হিসাবে উপস্থাপিত হয়, তবে এই সার্ভিস এর সাথে সংযুক্ত আপনার এবং গিয়ারলঞ্চের মধ্যে যে কোন দাবি বা বিবাদ আইন সংক্রান্ত বিধানগুলো দ্বন্দ্বকে বিবেচনা না করেই ক্যালিফোর্নিয়ার আইন দ্বারা পরিচালিত হবে এবং আপনি এবং গিয়ারলঞ্চ এক্সক্লুসিভ জুরি ডিসিশন অফ দা স্টেট এবং ফেডারেল আদালতে জমা দিতে সম্মত হবে যা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো কাউন্টির মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক প্রোডাক্ট বিক্রয়ের জন্য চুক্তি সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন এই টার্মস অফ সার্ভিস এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং এটিকে স্পষ্টতই বাদ দেওয়া হয়।

ডিসক্লেইমার অফ ওয়ারেন্টি

সার্ভিসগুলি “এএস-আইএস ” এর ভিত্তিতে প্রদান করা হয়, কোনও প্রকারের ওয়্যারেন্টি ছাড়া, সার্ভিসগুলির ব্যবহার অবৈধভাবে বা শঙ্কামুক্ত না করে  প্রকাশ বা বাস্তবায়ন করা হয় না , ইনক্লুডিং, লিমিটেশন ছাড়া, মার্চেন্ট্যাবিলিটি ওয়্যারেন্টি দেয়া, একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ফিটনেস দেয়া। কিছু স্টেট এর জন্য কতদিন ওয়্যারেন্টি থাকবে তার লিমিটেশন এর কোনো অনুমোদন দেয় না, তাই এটি আপনার উপরও কার্যকর নয়।

লিমিটেশন অফ লায়াবিলিটি

প্রযোজ্য আইন অনুসার, কোনও বিশেষ পরিস্থিতি ছাড়া এবং কোনও আইনী তত্ত্বের অধীন ছাড়া (সীমাবদ্ধতা, শর্ত, চুক্তি, কঠোর দায়বদ্ধতা ছাড়া ) গিয়ারলঞ্চ ( বা এর লাইসেন্সর, এজেন্টস, পার্টনার্স বা সাপ্লায়ার্স) আপনার কাছে বা কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবে না (ক) যে কোনও ইন্ডাইরেক্ট, স্পেশ্যাল, ইন্সিডেন্টাল, বা কোনও ধরণের আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি, ড্যামেজ ফর লস প্রফিট, ড্যামেজ ফর গুডউইল, ওয়ার্ক স্টপেজ , একুরেসি অফ রেজাল্টস, বা কম্পিউটার ফেইলর  বা ম্যালফাংকশন (খ) যেকোনো এমাউন্ট, যেকোনো এগ্রিগেট, (I) $ ১০০ বা এর বেশি হলে  (II) এপ্লিকেশন টি ক্লেইম করে যে, ১২ মাস গিয়ারলঞ্চ এর সাথে সংযোগ স্থাপন এর মাধ্যমে সার্ভিস প্রদানের করলে গিয়ারলঞ্চ আপনাকে অর্থ প্রদান করবে  (III) গিয়ারলঞ্চ এর  নিয়ন্ত্রণের বাইরে কিছু যুক্তিসঙ্গত বিষয় হলো কিছু স্টেট ড্যামেজ এর জন্য এক্সক্লুশন বা লিমিটেশন এর অনুমতি দেয় না , সুতরাং উপরোক্ত এক্সক্লুশন বা লিমিটেশন আপনার জন্যও প্রযোজ্য নয়।

সাবজেক্ট  টু চেঞ্জ

টার্ম অফ সার্ভিস সময়ে সাথে পরিবর্তন হতে পারে। আপনি যখন আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট বা আমাদের সার্ভিস ব্যবহার করেন তখন অনুরোধ করে এই সার্ভিস এর টার্মস গুলো পুনরায় পড়ে নিবেন। ওয়েবসাইটে টার্ম অফ সার্ভিস পরিবর্তন পোস্ট হওয়ার পরে আপনার এগ্রিমেন্ট আর একসেপটেন্স এর উপর ভিত্তি করে আপনি সার্ভিস টি আবার কন্টিনিউ করতে পারবেন । আপনি যদি কোনো সার্ভিস টার্ম সংশোধন এ  অসম্মতি জানান, তবে সার্ভিস ইউজ করা থেকে বিরত থাকুন।

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Monthly Live about Facebook Marketing

Here we covered how to do Facebook marketing in effective ways which will drive more traffics and how you can raise the possibility to increase

1000 T-shirt Mockup

এখানে আপনারা পাচ্ছেন ১০০০ টিশার্ট-এর ফ্রি মকআপ! আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন একদম ফ্রি-তে। তাই দেরি না করে ডাউনলোড করে নিন