SET UP FACEBOOK MESSENGER ADS AND TALK YOUR CUSTOMERS INTO A SALE

Share This Post

ফেসবুক ম্যাসেঞ্জার এডগুলো সেট আপ করুন এবং কাস্টমারের কাছে সেল করুন

আপনি যদি ভাবেন যে শপিং সোশ্যাল মিডিয়াকে থামিয়ে দিয়েছে, আমাদের কি আপনার জন্য ট্রিট করা উচিত। গতবছরের গোড়ার দিকে, ফেসবুক তার ম্যাসেঞ্জার এড স্লো রোলআউট শুরু করে – এডগুলো চ্যাট অ্যাপের হোম ট্যাবে ফেসবুক ইউজারদের দেখানো হয়।

ম্যাসেঞ্জার এডগুলো পার্টিকুলারলি এক্সসাইটিং কারন এটি ব্র্যান্ডগুলোকে বিশ্বব্যাপী ১.৩ বিলিয়ন মানুষদের কাছে এঙ্গেজ করবার আরও আকর্ষণীয় মাধ্যম অফার করে যারা ইতিমধ্যে তাদের পছন্দসই ব্যবসায়ের সাথে ইন্টারঅ্যাক্ট করতে অথবা ব্যবসা পরিচালনা করতে চ্যাট ব্যবহার করছে। ম্যাসেঞ্জার এডগুলোকে ফেসবুক ইউজারদের ডাইরেক্টলি হোম ট্যাব থেকে একই ডিলাইটফুল এক্সপেরিয়েন্স ডিস্কভার করার অপর্চুনিটি দেয়। ইউজার পারসপেক্টিভ থেকে এখানে দেখুনঃ

13 5

একজন ভিউয়ার যখন আপনার এড এর উপর ট্যাপ করবে, তখন এগুলো আপনাকে এড ক্রিয়েশন সেট করা ডেস্টিনেশনে ডাইরেক্ট করবে। আপনার ডেস্টিনেশনে যদি একটি ওয়েবসাইট হয়, তাহলে সেটি ম্যাসেঞ্জার ব্রাউজারে ওপেন হবেঃ

14 4

রেডি টি গেট স্টার্টেড?

ম্যাসেঞ্জার এড সেটআপ করুন

আপনার এড ম্যাসেঞ্জারে লঞ্চ করতে এই স্টেপসগুলো ফলো করুনঃ

১. এড ক্রিয়েশনে যান এবং আপনার অবজেক্টিভ ফলোয়িং অপশন থেকে সেলেক্ট করুনঃ

  ট্রাফিক, কনভারশন, অ্যাপ ইন্সটল, রিচ, মেসেজ, এবং ব্রান্ড এওয়ার্নেস।

২. অবজেক্টিভ চুজ করার পর, কন্টিনিউ ক্লিক করুন

৩. নেক্সট, আপনার বিজ্ঞাপনে ক্লিক করবার পর কোথায় দর্শক কোথায় শেষ হবে তা ডিটারমাইন করতে ডেস্টিনেশন সেকশন কমপ্লিট করুন। আপনার কাছে উল্লেখিত অপশনগুলো হলোঃ

  • ওয়েবসাইট ইউআরএল ম্যাসেঞ্জার উইন্ডোতে আপনার ওয়েবসাইট খুলবে।
  • অ্যাপ আপনার অ্যাপ ওপেন করবে
  • ম্যাসেঞ্জার একটি ম্যাসেঞ্জার কনভারসেশন খুলে দিবে, এই অপশন সেট আপ করতে, ম্যাসেঞ্জার কন্টেন্ট সেট আপ করুন।

৪. অটোমেটিক প্লেসমেন্ট অথবা এডিট প্লেসমেন্ট প্রয়োজনে সিলেক্ট করুন, একটি স্ট্যান্ডএলোন প্লেসমেন্ট হিসেবে ম্যাসেঞ্জার কারেন্টলি এভেইলেবল না।

যদি আপনি এডিট চুজ করেন, দয়া করে মনে রাখবেন যে ম্যাসেঞ্জার বিজ্ঞাপনগুলো কেবল তখনই এভেইলেবল থাকে যখন আপনি একাধিক প্লেসমেন্ট জুড়ে বিজ্ঞাপনগুলো চালাবেন। অ্যাডিশনালি,  একটি ক্যাম্পেইনে অবশ্যই ফেসবুক ইনক্লুড করবেন।

টিপঃ ম্যাসেঞ্জার প্লেসমেন্টের সুবিধা নেওয়ার সবচেয়ে সহজ উপায় হ’ল অটোমেটিক প্লেসমেন্ট। অটোমেটিক প্লেসমেন্ট এর বিজ্ঞাপনের ইমপ্রেশনগুলো সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে তারা সবচেয়ে কম ব্যয় করে ক্যাম্পেইন রেজাল্ট ড্রাইভ করতে পারে।

৫. আপনার বাজেট, অডিয়েন্স এবং সিডিউল এডিট করুন এবং নেক্সট ক্লিক করুন

আপনার ফরমেট সিলেক্ট করুন কম্পিটিবল ফরমেট হচ্ছে সিঙ্গেল ইমেজ অথবা কারুসেল। রেকমেন্ডেড  স্পেস নিউজ ফিডের মতোই (নীচে দেখুন)। আপনি ম্যাসেঞ্জার বিজ্ঞাপনের জন্য অন্য ক্রিয়েটিভ ক্রপ আপলোড করতে পারবেন না।

  • এড স্পেস ফর সিঙ্গেলঃ রেকমেন্ডেড ইমেজ সাইজঃ ১,২০০ * ৬২৮ পিক্সেল; ইমেজ রেশিওঃ ১.৯ঃ১
  • এড স্পেস ফর কারুসেলঃ রেকমেন্ডেড ইমেজ সাইজঃ ৬০০ * ৬০০ পিক্সেল; ইমেজ রেশিওঃ ১ঃ১

৬. আপনার এড ফিনিশিং শেষ করতে ডান বাটনে ক্লিক করুন।

৭.  আপনার এড পাবলিশ  করতে প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন।

15 4

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা