SEO For Your GearLaunch Store

Share This Post

এক কথায় Search Engine এ First Page এ আসার জন্য যাবতীয় সব কাজকেই আমি SEO বলব।
Gearlaunch Buzz Session এ এসে থাকলে আপনি নিচ্ছই নাহিদ ভাইয়ের সেশন থেকে এ নিয়ে ভাল ধারনা পেয়েছেন।

SEO নিয়ে কাজ করতে হলে আপনার শুরু তে Ranking Factors নিয়ে পড়তে হবে।
This is the most comprehensive article on this topic >
https://backlinko.com/google-ranking-factors

এর পর আপনার কাজ হল ভাল Keyword খুঁজে বের করতে হবে।
আপনি Keyword Research নিয়ে গুগল করলে যে গাইডলাইন গুলো পাবেন সেগুলো আপনাকে কনফিউসড করবে কারন E-Commerce এর Keyword Research একটু আলাদা।
আপনাদের জন্য সব ছেয়ে সহজ এবং ইফেক্টিভ উপায় হচ্ছে মার্কেট প্লেস এর URL দিয়ে Google Keyword Planner এর মাধ্যমে Keyword খুঁজে বের করা।
Keyword Planner এর Link
https://ads.google.com/intl/en_bd/home/tools/keyword-planner

Keyword Planner কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে Youtube এ কিছু Tutorial দেখলেই বুঝতে পারবেন।
এ ভিডিও টা দেখতে পারেন > https://www.youtube.com/watch?v=b3_BbBxVs7Q

Keyword এর লিস্ট করার পর এখন সেসব Keyword দিয়ে মানুষ যে শার্ট বা প্রোডাক্ট খুঁজতেছে সেগুলোর ডিজাইন করে পেলুন।

এখন আপনার দুইটা কাজ বাকি।
On Page SEO : আপনার ষ্টোরের অভ্যন্তরের SEO Related কাজ।
Off Page SEO : সাধারণত Link Building Process কে আমরা Off page SEO বলে থাকি। তবে Store এর বাইরে যাবতীয় Promotion কে Off page SEO বলতে পারি।

On Page SEO কিভাবে করব ?
Step 01> Use keyword in Store Front pages (যেমন আমরা Menu তে শুধু Firefighter, Engineer, Veteran এভাবে আলাদা করি । আপনি SEO করতে চাইলে এখানে Keyword রাখুন, যেমন আপনার Keyword হতে পারে " Best Veteran Shirts" or "Shirt for Veteran"
Step 02> Use Keyword in Campaign Title, URL, Description, Tags.(Note: Over keyword frequency can harm Ranking)

Off Page SEO কিভাবে করব?
> Relevant website থেকে লিঙ্ক নিতে হবে । এটা হতে পারে ব্লগ, ফোরাম, মেগাজিন, ইত্যাদি।
Off page SEO Topic টা অনেক ব্রড।
এ ব্লগ টা পড়ে নিতে পারেন >
https://backlinko.com/link-building
[NB: I'm not an SEO guru, apologize for any inconvenience]

Posted By  - Atiqur Rahman

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা