Research Quote

Share This Post

আসসালামু আলাইকুম।

আজ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। প্রিন্ট-অন-ডিমান্ডে অনেক ভাই আছেন যারা কয়েক বছর ধরে কাজ করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না। এই সাকসেস না পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম সমস্যা হচ্ছে গোল সেট না করা। আপনি চলতি মাসের টার্গেট, আগামী মাসের টার্গেট, আগামী ৬ মাস - ১ বছরের টার্গেট যখনি ঠিক করবেন আপনার মধ্যে একটি স্বয়ংক্রিয় মানসিক তাগাদা চলে আসবে টার্গেট ফুলফিল করার জন্য। এই টার্গেট ফুলফিল করার জন্য কি কি করা লাগবে সেটা আপনি নিজেই ভাবতে আরম্ভ করবেন।

আরেকটি প্রধান সমস্যা হচ্ছে আমরা এখনো অনেকেই নিশ রিসার্স বুঝি না। বা অনেকে বুঝলেও সেই নিশ রিলেটেড অডিয়েন্স কিভাবে রিসার্স করতে হবে সেটা নিয়ে সমস্যা।

আরেকটি প্রধান সমস্যা হচ্ছে আমরা সবসময় ডিজাইনের পেছনে ছুটি, আসলে প্রিন্ট-অন-ডিমান্ডে সাকসেস পেতে আপনাকে Quote এর পেছনে ছোটা উচিত ছিল। এটা ইগনোর করবেন না। পিন্টারেস্ট, গুগল ইমেজ এবং গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে কোট রিসার্সের অন্যতম সেরা জায়গা।

আজ সমস্যাগুলো ধরিয়ে দেয়ার চেস্টা করলাম। সমাধান, এই গ্রুপে বিভিন্নভাবে অনেক আগেই দেয়া হয়ে গিয়েছে।

ধন্যবাদ, দোয়া দরখাস্ত।

Posted By: Mahedi Hasan

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা