How to Make Your Own Team

Share This Post

team

অনেকেই টীম করে কাজ শুরু করেছেন এবং অনেকের টীম খুব ভালো করছেন। তাদেরকে অনেক অনেক অভিনন্দন।
তবে নতুন কাউকে নিয়ে টীম তৈরি করার আগে অবশ্যই তার বেকগ্রাউন্ড সম্পর্কে ভালো ভাবে জেনে নিবেন। সে কি করে না করে, কোথায় এবং কিভাবে কাজ করে, আগের কাজের অভিজ্ঞতা কি রকম আছে। যতটুকু বিস্তারিত জানা যায় জেনে নিবেন। অবশ্যই আপনার টিম মেম্বার তার কাজ গুলো ঠিক মতন করছে কিনা তা প্রতিদিন না পারলে প্রতি সপ্তাহে চেক করবেন। প্রয়োজনে টেস্ট হিসাবে কিছু দিন কাজ করার পর তার সাথে টীম সেট-আপ করবেন ফাইনালি।
কারন অনেকেই আছেন কাজের কাজ কিছুই করবে নাহ, শুধু শুধু গলাবাজি করবে, এইটা করবো সেইটা করবো, এতে করে আপনার মুল্যবান সময় এবং এনার্জি নষ্ট করবে। তাদের কি নিয়ে টীম করার কোন মানেই হয় নাহ।
টীম করবেন এমন কারো সাথে যে কাজের ক্ষেত্রে যথেষ্ট স্মার্ট।
সবার জন্য শুভকামনা

Posted By - Santono Singha Shamrat

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা