ফেসবুক এডভার্টাইজমেন্ট

আজকের বিশ্বে ফেসবুক একটি যুগান্তকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সারা পৃথিবী জুড়ে ফেসবুক ইউজার নেই এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। দিন দিন ফেসবুক ইউজার সংখ্যা বেড়েই চলেছে। ফেসবুকে প্রতি মাসে ২.৪১ বিলিয়ন এক্টিভ ইউজার আছে। যার মধ্যে প্রতিদিন এক্টিভ ৬৬%। ফেসবুকে একসময় মানুষ বিনোদনের জায়গা হিসেবে আসতো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক শুধু মাত্র বিনোদন এর জায়গা হিসেবে নেই। ফেসবুক এখন একটা বিজনেস প্লাটফর্মে পরিণত হয়েছে।

ফেসবুক এডভার্টাইজমেন্ট​ কেন এতোটা গুরুত্বপূর্ণ

ফেসবুকের এত বেশি  ইউজার আছে যে আপনি খুব সহজে ফেসবুকে মার্কেটিং করে আপনার বিজনেস প্রোমট করতে পারবেন। আপনি সকল বয়সের মানুষ ফেসবুকে পাবেন। আপনার অডিয়েন্স যে বয়সের ই হোক না কেন আপনি একটা ভালো পরিমাণে অডিয়েন্স পাবেন। সেটা নারী হোক বা পুরুষ । এ জন্যই ফেসবুক মার্কেটিং এত জনপ্রিয়। ফেসবুক মার্কেটিং করতে গেলে বেশ কিছু বিষয় সম্পর্কে আপনার জানতে হবে, তার জন্য আপনি নিচের ভিডিও গুলো দেখে ফেলুন।

Facebook Advertisement Part #1

আপনি যেহেতু প্রিন্ট অন ডিমান্ড জার্নি স্টার্ট করেছেন আপনি চাইলে বেলাল ভাই এর সাথে লাইভ “30 days One Design away challenge” জয়েন করতে পারেন।

এই চ্যালেঞ্জে পিওডি বিজনেস মডেল, মার্কেটিং মেথড ,ডিজাইনিং সল্যুশন ,এডভার্টাইজেমেন্ট ,স্টোর স্কেল সিক্রেট সহ আমি প্রিন্ট অন ডিমান্ড এর একটি কমপ্লিট সল্যুশন পেয়ে যাবেন। যা আপনার এই যাত্রাকে আরও বেশি সহজ করবে

Facebook Advertisement Part #2

প্রিন্ট অন ডিমান্ড একটি অসাধারণ অনলাইন বেসড বিজনেস। যেখানে ভালো করতে হলে আপনাকে আপনার ডিজাইন রিসার্চ থেকে শুরু করে সবগুলো বিষয় বিবেচনা করতে হবে, হয়তো একজন ডিজাইনার নিয়োগ করতে হবে সঠিক নির্দেশনা দিয়ে, তারপর ডিজাইন প্রস্তুত করতে হবে এবং আপনার অডিয়েন্স এর কাছে মার্কেটিং শুরু করতে হবে।

কখনও কখনও দেখা যাচ্ছে এই পথটা এতটা সহজ হয়না, পদক্ষেপ নিয়ে নিয়ে বার বার ব্যর্থ হতে হয় কারণ শুধু ডিজাইন করে তা মার্কেটিং করলেই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয়না যদি আপনি সঠিকভাবে টার্গেটেড কাস্টমারদের আইডেন্টিফাই করতে না পারেন। তাহলে যখনই এই টোটাল বিষয়গুলো খুব সহজে আপনি একসাথে পেতে চাইবেন, তার জন্য একটি কমপ্লিট সল্যুশন আপনার লাগবে। আর সেই সার্ভিসটি দারুণভাবে প্রোভাইড করছে টিসামুরাই।

এখানে আপনার প্রিন্ট অন ডিমান্ড বিজনেস এ সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবগুলো বিষয় রয়েছে। কাস্টমারদের কাছে মার্কেটিং করা থেকে শুরু করে সঠিক ডিজাইন এর বেস্ট সল্যুশন টিসামুরাই। এছাড়াও, আপনি আপনার প্রয়োজনমতো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন, রয়েছে ডিজাইন বান্ডেল এবং ডিজাইন লাইব্রেরি।

Facebook Advertisement Part #3