ইমেইল মার্কেটিং

ইমেইল মার্কেটিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে আপনি নির্ধারিত ও যাদের মাঝে আপনার প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে ধারণা দিতে চান তা ইমেইলের মাধ্যমে প্রোমোট করা। ইমেইল মার্কেটিং একমাত্র পদ্ধতি যেখানে আপনার পূর্বের কাস্টমারদের  সাথে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। ইমেইল মার্কেটিং হচ্ছে অনলাইন মার্কেটিং এর একটি অংশ যা ইমেইল দ্বারা নিয়ন্ত্রিত। এটা একটি খুবই কার্যকরী মার্কেটিং স্ট্রাটের্জি যা আপনার সত্যিকারের কাস্টমারদের সাথে যুক্ত করবে।

ইমেইল মার্কেটিং কেন এতোটা গুরুত্বপূর্ণ

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এডভার্টাইজমেন্টের জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়। তারপরেও ইমেইল মার্কেটিং এখনো সবচেয়ে বেশি কার্যকরী। ইহাকে আপনার ব্রান্ড প্রমোট করবার সবচেয়ে ফর্মাল ওয়ে বলা হয়ে থাকে যা আপনার লক্ষ্যকে নতুন পথ দেখিয়ে থাকে। মার্কেটাররা অথবা বিজনেস প্রফেশনালরা সবসময় তাদের মার্কেটিং মেথড ঠিক যাচ্ছে কিনা তা নিয়ে মার্কেট রিসার্চ করে থাকে। কিছু পরিসংখ্যান থেকে জানা যায় যে ইন্টারনেটে ইমেইল ইউজারদের সংখ্যা ৯৪% যার মধ্যে থেকে মাত্র ৬১% ইউজার সোশ্যাল মিডিয়া ইউজার। এছাড়াও ৭৫% এডাল্ট ইউজার বলে থাকে যে ইমেইল মার্কেটিং সবচেয়ে বেশি তারা পছন্দ করে থাকে। তাই আমরা বলতেই পারি যে ইমেইল মার্কেটিং একটি দুর্দান্ত মার্কেটিং হাতিয়ার।

Successful Email Marketing Campaign

Generate Leads on Your Landing Page

How to Send Mail to Group Mailing List

How to run ad to your email list

How to make $26000 with Gearlaunch email marketing option

Email Marketing for your brand