Developing an Effective Team

Share This Post

Problem: Team করতে পারছেন না, কিংবা Misunderstanding এর কারনে Team নিয়ে সামনে আগানো সম্ভব হচ্ছে না।

Solution: Wisely choose your team members, and of course make a partnership agreement.

Consider the following point while choosing your partners.
> আপনার Team এর কাজ কে তিন ভাগে ভাগ করে নিন যেমনঃ Research, Design, Marketing.
> আপনি যে কাজ পারেন সেটা বাদ দিয়ে বাকি কাজ গুলো করতে পারবে সেরকম লোক খুঁজে নিন।
> Group এ Active থাকুন, অন্য member দের সাথে কথা বলেন, টীমের ব্যপারে জানান, তাকে আগ্রহী মনে হলে টীমে কাজ করার জন্য অফার করুন।
> তার Educational Background ও জেনে নিন।
> GearLaunch এর ইভেন্ট গুলো তে Networking করুন।
> আপনার ফ্রেন্ড দের কে Print on Demand Business এর ব্যপারে ধারনা দিন। তাদের মধ্যে থেকে ও পেয়ে জেতে পারেন পার্টনার।
>এছাড়া আরো কিছু ব্যপার Consider করতে পারেন, যেমন তার মধ্যে Positive attitude & Strong work ethic আছে কিনা, সে Team-oriented, Self-motivated, Effective communicator & Flexible হলে ভাল।

Team Members Choose করার পর এখন সবাই Meeting করে, দায়িত্ব ভাগ করে নিন। এবং একটা এগ্রিমেন্ট করে দ্রুত কাজ শুরু করে দিন।
এগ্রিমেন্ট এ Duties, Share, Capital, Profit & loss, Interest, Termination এর ব্যপারে অবশ্যই লিখবেন।

সামনে Q4 আসতেছে, So, Make each day count!

Partnership Agreement Samples> https://tinyurl.com/yb5prr2a

Posted By - Atiqur Rahman

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা