Tips for Selling Horror Movie & Halloween Tshirts

Share This Post

হেই মাস্টারমাইন্ড পিপল! আশা করি সবাই ভালো আছেন.... হ্যালোইন আসতে দেরিই আছে, তবে হ্যালোইন নিয়ে কাজ করার পাক্কা সময় চলে এসেছে... সুতরাং যারা এখনও ঘুমিয়ে আছেন আপনাদের ঘুম ভাঙেন..... এবার কাজের কথায় আসি, যারা কি নিয়ে ডিজাইন করবেন বা মার্কেটিং করবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য সিম্পলের ওপর গর্জিয়াস একটি টিপস ==>

১) অনেক ধরণের পপুলার হরর/ হ্যালোইন নিয়ে মুভি আছে যা নিয়ে ডিজাইন করতে পারেন. ( হরর মুভি টি-শার্ট সারা বছরই সেল হয় বাট হ্যালোইনের সময় অনেক বেশিই সেল হয় )
২) ডিজাইন রিসার্স এর জন্য গুগল বস অথবা আমাজনের সাহায্য নিতে পারেন.
৩) মুভি নিয়ে যে শুধুমাত্র টি-শার্ট ই সেল হয় তা কিন্তু না, প্রচুর পোস্টার , ফ্রেম, ব্যাগ ও সেল হয়, সুতরাং এগুলা নিয়ে কাজ করতে ভুলবেন না.
৪) যারা মুভি নিয়ে পেইড এ কাজ করতে চান তারা অবশ্যই কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকবেন.
৫.চেষ্টা করবেন যে মুভি নিয়ে কাজ করছেন সেই মুভির হুবুহু অডিয়েন্সদের কাছে মার্কেটিং করতে, আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন.

এবার হয়তো বলবেন আপনি কি সেল পাইছেন? জি ভাই আমি রেসাল্ট পাইছি + পাচ্ছি বলেই আপনার সাথে এটা শেয়ার করলাম... এবার আলসেমি না করে দ্রুত কাজে নেমে পড়ুন আশা করি খুব দ্রুত সাকসেস হবেন ইন শা আল্লাহ !

Posted By - Ferdous Shihab

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা