10 Free Font Site Download Websites

Share This Post

আজকে নিয়ে এসেছি ফন্ট এর মেলা। আমাদের অনেক কাজেই সুন্দর সুন্দর ফন্ট লাগে। যত সুন্দর ফন্ট তত সুন্দর ডিজাইন।

গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন এর কাজ করতে এবং সুন্দর ভাবে সাজাতে আমাদের অনেক ফন্ট আর প্রয়োজন হয়। কিন্তু বিনা পয়সায় ভালো ফ্রন্ট পাওয়া খুবই মুশকিল।তাই আমি আপনাদের জন্য ভাল ১০ টি ফ্রি ফন্ট ডাউনলোড ওয়েবসাইট শেয়ার করলাম। । যেখানে আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন ২০১৮ সালের বেস্ট ফন্টগুলা।

১/★★ Font Squirrel:(https://www.fontsquirrel.com/)
এটি খুব জনপ্রিয় একটি ফ্রি ফন্ট ওয়েব সাইট। এটি কেন আপনি ব্যবহার করবেন?
●এখানে আপনি অনেক ফন্ট আর ভিতর থেকে খুব সহজে আপনার পছন্দের ফন্টটি খুঁজে পেতে পারেন।
●একটি ক্লিকে ইনস্ট্যান্ট জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন।

২/★★ Google Fonts:(https://fonts.google.com/)
Google Fonts খুব জনপ্রিয় একটি সাইট যেখানে 135 টিরও বেশি ভাষায় ফটোশপ এবং ডিজাইনে শত শত বিনামূল্যে ফন্ট রয়েছে।
●এখানে আপনি সব ধরণের ফন্ট খুঁজে পাবেন যেমন টা আপনি চান।
●গুগল ফন্টের সব থেকে ভালো একটা দিক হলো এখানে সমস্ত ফন্ট ওপেন সোর্স।

৩/ ★★DaFont:(https://www.dafont.com/)
DaFont একটি ফ্রি ফন্ট ওয়েব সাইট। এটি সাধারণত পারসোনার personal projects এর ক্ষেত্রে বেশি বেবহার করা হয়। এখানে কিছু খুব ভালো stylish fonts রয়েছে যা আপনার কাজ এ লাগতে পারে।

৪/ ★★FontSpace:(http://www.fontspace.com/)
FontSpace কে সাধারণত ফন্টের বৃহত্তম লাইব্রেরি বলা হয়ে থাকে না.এখানে ৩৫০০০ আর ও বেশি ফন্ট আছে ,যেই ফন্টগুলি ২০০০ ডিজাইনারদের দ্বারা জমা করানো হয়।
●আপনার কাজ এর জন্য যেমন ফন্ট আপনার প্রয়োজন এখানে আপনি সব ধরণের ফ্রন্ট পেয়ে যাবেন।
●এটি একটি ফ্রি ফন্ট সাইট।

৫/ ★★1001 Fonts:(https://www.1001fonts.com/)
1001 Fonts ফ্রিতে ডাউনলোডযোগ্য ফন্টগুলির জন্য সর্বাধিক জনপ্রিয় সাইটগুলির মধ্যে একটি। এখানে 7360 টি ফ্রি ফন্ট রয়েছে।কিন্তু কিছু ফন্ট শুধুমাত্র কয়েকটি অক্ষর দেখাবে তবে আপনি এটি ইনস্টল করেন তাহলে সম্পূর্ণ সেট পাবেন।
●এখানেকের ফন্টগুলার quality খুবই ভালো।
●এই ফন্ট গুলো ব্যবহারে আপনারে ওয়েবসাইট Neat এবং clean থাকবে।

৬/★★ FontStruct:(https://fontstruct.com/)
ফন্টস্ট্রাক্ট একটি জনপ্রিয় ফন্ট বিল্ডিং টুল যেখানে 43,000 টির বেশি ফন্ট আছে। এখানে থেকে আপনি আপনার পছন্দের ফন্ট ডাউনলোড করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।
●এখানে কিছু unique ফন্ট আছে যা অন্য যেকোনো সাইট আর ফন্ট আর থেকে আলাদা।
●এখানে আপনি ফ্রি ফন্ট জেনারেটর (ফন্টস্ট্রাক্টর) ব্যবহার করে কাস্টম ফন্ট তৈরি করতে পারবেন।

৭/ ★★Abstract Fonts:(http://www.abstractfonts.com/)
Abstract Fonts এ 13,870 টি ফন্ট রয়েছে যার মধ্যে 80 টিরও বেশি ক্যাটাগরি রয়েছে। ফটোশপ বা ডিজাইনিংয়ের জন্য ফ্রিতে ফন্টগুলি এক্সপ্লোর করা এখানে খুবই সহজ। সাইটটিতে সাইন আপ করার জন্য ফ্রিতে ফন্ট ডাউনলোড করার প্রয়োজন নেই, তবে যদি আপনি ডাউনলোড করতে চান তবে Abstract ফন্ট আপনাকে একটি জিপ ফাইলে 100 টি ফন্ট ডাউনলোড করতে দিবে।

৮/ ★★FontZone:(https://fontzone.net/)
ফন্টজোন খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। ডিজাইনের জন্য ফন্ট পাওয়ার আরেকটি দুর্দান্ত উৎসের নাম ফন্টজোন। 3D, Shadow, Curly, Gothic, Rounded, Architecture, Handwriting যে কোনো ধরণের ফন্ট আপনি এখানে পাবেন খুবই সহজে।

৯/★★ UrbanFonts:(https://www.urbanfonts.com/)
UrbanFonts এটি একটু ফ্রি ওয়েবসাইট যেখানে 8,000 এর বেশি হাই- কোয়ালিটির ফন্ট রয়েছে। ফ্রী ফন্ট এবং ফ্রি ডিংবাটগুলির জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে যেখানে আপনি প্রচুর দরকারী টাইপফেস পাবেন।

১০/ ★★Fawnt:(http://www.fawnt.com/fonts/)
ডিজাইনার, ডেভলোপার এবং অন্য যে কেউ,ওয়েবের সর্বোচ্চ মানের ফন্টগুলি খুব সহজে খুঁজে পেতে পারেন এমন দুর্দান্ত একটি সাইট হলো Fawnt .এই প্ল্যাটফর্মটিতে 10,000 টির বেশি ফ্রি ফন্ট রয়েছে।যেখানে বিভিন্ন টাইপফেস রয়েছে।

Posted By: Mohammed Mehedi Hasan

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা